প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2025 ইং
ধনবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান সহ অন্যান্যরা।
বক্তারা সভায় ধনবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, যানযট নিরসন ও অটো ও সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজ, বখাটে, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্য বিবাহ, ঘুষ কারবারি বন্ধ সহ বিভিন্ন অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com